Friday , January 15 2021
শিরোনাম
Home / জাতীয় / উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ এগিয়েছেঃ ওবায়দুল কাদের

উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ এগিয়েছেঃ ওবায়দুল কাদের

স্বাধীন বিডি ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে। 

আজ সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তবে এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 

পৃথিবীর কোন স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরো বলেন, দেশের স্বাধীনতা ও অগ্রগতির বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া যাবে না। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীন বিডি ২৪/৭৭ম ২৬৩১৮০৩

Check Also

las-uddhar-turag-nodi

তুরাগে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নিখোঁজ ছাত্র রুবেল তুরাগে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারহোসেনের (২০) …