স্বাধীন বিডি ডেস্ক।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হয়েছেন।তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিলেট মহানগর উত্তরের উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান চলার সময় মুহম্মদ জাফর ইকবাল আক্রান্ত হন।
তিনি জানান, মুহম্মদ জাফর ইকবাল তার বিভাগেরই ওই অনুষ্ঠানের মঞ্চে বসা ছিলেন। আক্রমণকারী মঞ্চে উঠে তাকে আঘাত করে।
আক্রমণকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে, বলেন ফয়সাল মাহমুদ।
অধ্যাপক জাফর ইকবালকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি মাথায় আঘাত পেয়েছেন, একথা বলা হলেও তা কত গুরুতর এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানাতে পারেন নি পুলিশের ওই কর্মকর্তা।
তবে তিনি বলেন, ‘আঘাতটা সিম্পল না।’
২০১৬ সালের অক্টোবরে মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রীকে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের নামে মোবাইলে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
মি. ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন।-বিবিসি
স্বাধীন বিডি ২৪/৭৭ম ০৩০৩১৮০৭