Thursday , November 25 2021
Breaking News

আজও নাগিন ড্যান্সে উদ্‌যাপন করতে চান মুশফিক!

স্বাধীন বিডি ডেস্ক।। মুশফিকুর রহিমের উদ্‌যাপন বেশ আলোচিত হয়েছে গত দুই দিনে। তাঁর ‘নাগিন নাচ’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাঁধনহারা উদ্‌যাপন মুশফিকের নতুন নয়। তবে গত ১০ মার্চে প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জিতিয়ে যে ভঙ্গিমায় নেচেছেন, সেটি অবশ্য ব্যতিক্রম। 
জয়ের পরে তো নয়ই, এমনকি পরশু টিম হোটেলে বারবার অনুরোধের পরও মুশফিক কিছু বলতে চাইলেন না এ নিয়ে।পরশু বিকেলে সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) নেটে অনুশীলন করতে এসে শোনালেন তাঁর উদ্‌যাপনের গল্প, ‘এটা সাধারণ একটা উদ্‌যাপনই। হয়তো সবার ভালো লেগেছে, এত মাতামাতি হচ্ছে সে কারণে। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। উদ্‌যাপনটা দেখে অবশ্য বুঝতে পারবেন, জয়টা আমাদের কতটা দরকার ছিল।’ 
এক জয়েই শেষ নয়, বাংলাদেশ দল এ ছন্দটা ধরে রাখতে চায় সামনেও। একটি ম্যাচ জিতিয়ে মুশফিকও থামতে চান না। দুর্দান্ত ইনিংস খেলে এমন উদ্‌যাপন তিনি করতে চান আবারও, ‘এমন উদ্‌যাপন অবশ্যই আরও করতে চাইব। যেভাবে কঠোর পরিশ্রম আমরা করছি, এটা চাইতেই পারি। আসলে মানুষ শুধু ম্যাচের ফলটা দেখে। হয়তো গত কয়েক ম্যাচে ভালো করতে পারিনি, হয়তো একজন ব্যাটসম্যান একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে আসলে কতটা কষ্ট করছি, সেটা আমরাই জানি।’

স্বাধীন বিডি ২৪/৭৭ম ১৪০৩১৮০৩

Check Also

corona-virus-new-bd

বাংলাদেশে আরো ২ জনের মৃত্যু, নতুন করে ৯জন করোনাভাইরাস রোগী শনাক্ত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রাক্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন নয় জন। …