রংপুর মেডিকেল কলেজের বিডিএস শেষ বর্ষের পরীক্ষার্থী ছাত্রী খাদিজা আক্তার শিউলি। চিকিৎসক হওয়ার মহান ব্রত নিয়ে সে পড়াশোনা করছিল রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে। ডাক্তার হওয়ার পথে বাকী ছিল মাত্র একটি ধাপ। গত ২৭ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার প্র্যাকটিলকালের সরঞ্জাম কিনে হোস্টেলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মেরুদন্ডে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রংপুর মেডিকেলের আইসিইউতে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৩ মার্চ, ২০১৮ তারিখে তার তিনঘণ্টাব্যাপী অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অস্ত্রপচারের পরে তার Quadriperesis & Respiratory Failure ( দুহাত- দু পা অবশ এবং স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে অক্ষমতা) ডেভেলপ করে এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এখন পর্যন্ত সে আইসিইউতেই অবস্থান করছে।
জীবাণু সংক্রমণের আশংকায় তাকে যত দ্রুত সম্ভব আইসিইউ থেকে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথার তার জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
আইসিইউ থেকে স্থানান্তর করতে তার জন্য ভেন্টিলেটর মেশিন (কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র) কেনা থেকে শুরু করে পরবর্তীতে ফিজিওথেরাপিসহ দেওয়াসহ চিকিৎসার যাবতীয় খরচ মেটাতে প্রয়োজন অন্তত ১৫ লক্ষ টাকা। তার পরিবারের পক্ষে এত ব্যয়ভার বহন করা কোনভাবেই সম্ভব নয়।আপনার কিছু আর্থিক সাহায্যই বাঁচাতে পারে শিউলির জীবন। ফিরিয়ে দিতে পারে শিউলির স্বাভাবিক জীবনপ্রবাহ।
শিউলিকে সাহায্য পাঠানোর পাঠানোর ঠিকানা-
ব্যাংক একাউন্ট: শাহিনুর বেগম,
একাউন্ট নং- ০১০০৪৯৯৪,
সোনালী ব্যাংক লিমিটেড ,
পাবলিক সার্ভিস কমিশন শাখা, ঢাকা।
বিকাশ একাউন্ট:
01832954088 শাফী(শিউলীর কাজিন)
01786735403 (শিউলি)
01839791416 রিফাত ( শিউলীর চাচাতো ভাই)
01723065463 নোবেল ( শিউলীর ব্যাচমেট, রংপুর মেডিকেল)
রকেট একাউন্ট
017428283413 রুমেল (শিউলীর কাজিন)
017446584444 জেবা (শিউলীর ব্যাচমেট)
যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ- 01723065463 (নোবেল)
স্বাধীন বিডি ২৪/৭৭ম ০৮৪১৮০৩