জব ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর। এলএফএআই (কৃত্রিম প্রজননকারী) পদে এই নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
≡ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন
≡নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার ৭০০ টাকা প্রতি মাসে।
আবেদন প্রক্রিয়া
≡আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে প্রকল্প পরিচালক, উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন, প্রকল্প (কক্ষ নং-৮০২), সমবায় ভবন, সমবায় অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
বিঃদ্রঃ আবেদনের খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবদনের সময়সীমা
≡আগ্রহী প্রার্থীদের আগামী ২২ মার্চ ২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
বিস্তারিত জানতে সমবায় অধিদপ্তরের বিজ্ঞপ্তিটিতে দেখুন—
স্বাধীন বিডি ২৪/৭৭ম ০৩০৩১৮০২