সুলতান এরদোগানের দেশ তুরস্কে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন হাদিস শিক্ষার এক অন্যান্য নজীর গড়লো তুরস্ক, শিশুদের জন্য প্রতিষ্ঠান গুলাকে এত সুন্দরর করে সাজানো হয়েছে,যেন একটি জান্নাতি ফুলের বাগান,আর সেই ফুলের বাগানের মালি হচ্ছেন শিক্ষকরা,
শিশুদে প্রথম জীবন শুরু করতে পারে আল্লাহর বিধান শিখে সেই ব্যবস্থা জন্য,বাচ্ছাদের মসজিদ মুখি করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে থাকে, কুরআন হাদিস শিখার জন্য বাচ্ছাদের জন্য বিভিন্ন পুরষ্কার আয়োজন করে থাকে সে দেশের সরকার
তুরস্কে ইরাকি প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানালেন এরদোগান
তুরস্কে সফররত ইরাকের উচ্চপদস্থ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।
বুধবার রাজধানী আংকারা এরদোগান অভ্যর্থনা জানান।
ইরাকি প্রতিনিধি দলের মধ্যে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকীম, প্রতিরক্ষামন্ত্রী নাজা আল-শামরী এবং গোয়েন্দা সংস্থার প্রধান মোস্তফা আল-কাজিমী।
আংকারার রাষ্ট্রীয় ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু , প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও তুর্কি গোয়েন্দা প্রধান হাকান ফিদানও উপস্থিত ছিলেন।
দুইদেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য ইরাকি প্রতিনিধি দল তুরস্কে এই সফরে গিয়েছে।